দৈনিক শিক্ষাডটকম, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে হাত পা বেঁধে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। গত ২৬ এপ্রিল উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ফকুরুদ্দিন মোড় এলাকার মাদরাসাতুল হামিদিয়া আল ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ১২ বছর বয়সী মাসুম হাসান উপজেলার একই এলাকার শিপন মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।
জানা যায়, নির্যাতনের শিকার মাসুম ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। অভিযুক্ত শিক্ষক এবং মোহতামিম গত শুক্রবার পড়া না পারার কারণে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে। পরবর্তীতে মাসুমকে মারপিটের ঘটনা বাসায় জানালে মাদরাসা থেকে বের করার ভয় দেখানো হয় হয়।
মাসুম বিষয়টিতে ভয় পেয়ে বাড়িতে কিছু বলেনি। তবে শুক্রবার দুপুরের মাসুমের মা খাবার দিতে গিয়ে ছেলের গায়ে নির্যাতনের ক্ষত চিহ্ন দেখতে পান এবং বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে থানায় এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
নির্যাতনের শিকার ছাত্র মাসুম বলেন, মান্নান হুজুর আমাকে আগেও মেরেছে। শুক্রবার ভোরে পড়া ভুল করে ফেলায় হুজুর ক্ষেপে গিয়ে আমাকে হাত-পা বেঁধে বেত দিয়ে আঘাত করে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল মান্নান বলেন, শাসন করতে অল্প মেরেছি। ছেলেটির গায়ের রং ফর্সা হওয়ায় দাগ হয়ে আছে।
মাদরাসার মুহতামিম হালিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশার সরকারি নাম্বারে একাধিক কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী খান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।