শ্রেণিকক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ ওঠা কুষ্টিয়ার কুমারখালীর যোগেন্দ্রনাথ (জেএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
প্রধান শিক্ষক মো. মকছেদ আলী নিজেই কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: শ্রেণিকক্ষ এনজিওর কাছে ভাড়া দিয়ে টাকা নেন প্রধান শিক্ষক
২০২২ খ্রিষ্টাব্দ থেকে প্রতিষ্ঠান মখছেদুর রহমান শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা ও সার্বিক সহযোগিতায় পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এনজিও’র কাছে ভাড়া দিয়ে আর্থিক সুবিধাভোগ করছেন।