পিরোজপুরের তিনটি আসনের দুইটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। পিরোজপুর-১ (ইন্দুরকানি-পিরোজপুর সদর-নাজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রাথী বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।
পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে ৯৯ হাজার ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ১৪ দলীয় জোট মনোনীত নৌকার প্রার্থী ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ৭০ হাজার ৬৮১ ভোট পেয়েছেন।
পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।