সংবাদ সম্মেলনে না আসায় বড় শাস্তি হতে পারে শ্রীলঙ্কার

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে লঙ্কানদের। শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচের শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি লঙ্কান দলের পক্ষ থেকে কেউ।

গত কিছুদিন ধরে আইসিসির দিকে বিভিন্ন অভিযোগের তীর ছুড়ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।  আইসিসির কাছে অভিযোগ লিখিতভাবে পাঠিয়েও কোনো সমাধান পায়নি লঙ্কান বোর্ড। ধারণা করা হচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না শ্রীলঙ্কা। যদিও সংবাদ সম্মেলনে না আসার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যে কোনো দলের পক্ষ থেকে কাউকে আসতে হয়। কিন্তু বিশ্বকাপের মতো আসরে সংবাদ সম্মেলনে কেউ না আসা দলের জন্য বড় শাস্তির কারণ হতে পারে। 
 
এর আগে শ্রীলঙ্কা বোর্ডের পক্ষে টিম ম্যানেজার আশান্তা দে মেল এক কথায় ক্ষোভ উগড়ে দিলেন আইসিসির প্রতি। তার দাবি, আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমাদের খেলা চার ম্যাচে কার্ডিফ ও বৃষ্টলে আমরা সবুজ পিচ দেখেছি। একই ভেন্যুতে অন্যান্য দলগুলো ধূসর ও রান তোলার মতো পিচ পেয়েছে। এমনকি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও আমাদের জন্য সবুজ পিচ বানানো হয়েছে। আমাদের অভিযোগকে 'আঙুর ফল টক' ভাবলে ভুল হবে। আইসিসি কোনো নির্দিষ্ট দলের জন্যই একই ধরনের উইকেট বানাবে, আর অন্যদের জন্য আলাদা হবে এটা খুবই দৃষ্টিকটু।’

তিনি জানান, ‘এমনকি কার্ডিফে অনুশীলন সুবিধাও পাইনি আমরা তেমনভাবে। তিনটি নেট থাকার পরেও আমাদের শুধু দুটি দেওয়া হয়েছে। বৃষ্টলে যে হোটেলে রাখা হয়েছে সেখানে নেই সুইমিং পুল। যা সব দলের জন্যই খুব জরুরি। বিশেষ করে ফাস্ট বোলারদের পেশি সতেজ রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান যে হোটেলে আছে সেখানেও সুইমিং পুলের সুবিধা আছে। আমরা চারদিন আগে আমাদের সমস্যাগুলোর কথা আইসিসিকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। উত্তর না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কথা লিখেই যাবো।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0040600299835205