সচিবপুত্রের এইচএসসি ফল তদন্তের দাবি সাবেক সচিবের

রুম্মান তূর্য, দৈনিক শিক্ষাডটকম |

চট্টগ্রাম বোর্ডের বর্তমান সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দেবনাথের ছেলে নক্ষত্র দেবনাথকে কোনো অনিয়ম করে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করিয়ে দেয়া হয়েছে কী-না তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম (অ্যালেক্স আলীম)। প্রভাব খাটিয়ে বর্তমান সচিব অবৈধভাবে তার ছেলেকে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি করিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।   

অধ্যাপক আবদুল আলীমের বিরুদ্ধে বেআইনিভাবে নক্ষত্রের ফল পুনর্নিরীক্ষার আবেদন করার অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বর্তমান সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী বনশ্রী নাথ। জানা গেছে, গত বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা আইনে করা মামলাটি আদলত আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অধ্যাপক আলীম সচিবের ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফলে কোনো অনিয়ম আছে কি-না তা খতিয়ে দেখার দাবি জানান। তিনি বলেন, পুনর্নিরীক্ষণ করলে নম্বর কখনো কমে না। বাড়লে যুক্ত হয়। পুনর্নিরীক্ষণে তাহলে তাদের এতো ভয় কেনো? বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তার সন্তানের রেজাল্টের বিষয়ে তদন্ত হোক। 

তিনি অরো বলেন, নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিজের সন্তানকে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি করিয়েছিলেন, একইভাবে প্রভাব খাটিয়ে তার সন্তানে ফল অনুকূলে নেয়া বিচিত্র নয়। তাই তার সন্তানের রেজাল্টের বিষয়ে তদন্ত হওয়া দরকার।

তিনি আরো বলেন, নারায়ণ দেবনাথ ও বোর্ডের একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ফল কেলেঙ্কারির অভিযোগ উঠেছিলো। বিষয়টি মন্ত্রণালয়ের তদন্তেও প্রমাণিত হয়। সে প্রেক্ষিতে বোর্ডের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও নারায়ণ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি জানিয়ে আমি মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলাম। তাই মামলা করে আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। 

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণ চন্দ্র দেবনাথের স্ত্রী বনশ্রী নাথ। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে এ মামলাটি করেন তিনি। একমাত্র ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফল সাবেক সচিব আবদুল আলীম বেআইনিভাবে পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে এজাহারে। মামলায় অপর আসামিরা হলেন- মুহাম্মদ ইদ্রিস আলীসহ অজ্ঞাত কয়েকজন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, মামলার আসামিরা বেআইনিভাবে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। মূলত তার বাবা নারায়ণ চন্দ্র দেবনাথকে অপদস্ত করার উদ্দেশে এ কাজ করা হয়েছে। গত ২৬ নভেম্বর নক্ষত্রের ফল প্রকাশের পর তার মা বনশ্রী কয়েকটি বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন করতে গেলে দেখতে পান তার সব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে। সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ অন্য আসামিরা এ আবেদন করেছেন বলে অভিযোগ জানানো হয় এজাহারে। একটি টেলিটক নম্বর থেকে পুনর্নিরীক্ষার আবেদন করা হলেও আবদুল আলীমের ফোন নম্বর রেফারেন্স নম্বর হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বনশ্রী নাথের। 

বাদির আইনজীবী জয়শ্রী দে দৈনিক আমাদের বার্তাকে বলেন, ট্রাইব্যুনাল  মামলার পরবর্তী দিন ধায্য করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।

এ মামলার অধ্যাপক আলীম দৈনিক বলেন, যেকোনো টেলিটক নম্বর থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে হয়। এ ক্ষেত্রে কেউ যদি আমার নম্বরটা রেফারেন্স ব্যবহার করে আমাকে না জানিয়ে, আমার কি করার আছে। হয়রানি করার উদ্দেশে এ মামলাটি করা হয়েছে। 

তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমাকে অপদস্ত ও হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha ৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড - dainik shiksha অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন - dainik shiksha ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ - dainik shiksha বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ please click here to view dainikshiksha website Execution time: 0.0032579898834229