শিশু সন্তান নিয়ে সরকারিকরণের আন্দোলনে শিক্ষক বাবা

ঢাবি প্রতিনিধি |

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আন্দোলনে সন্তানদের নিয়ে এসেছেন কয়েকজন শিক্ষক বাবা। সোমবার সরেজমিনে গিয়ে রাজধানীর প্রেসক্লাবে মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষক সঙ্গে তাদের সন্তান এসেছেন। 

এমন একজন শিক্ষক দেবব্রত রায়। গোপালগঞ্জ জেলার পূর্ব কোটালিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত। দুই ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মানবেন্দ্র রায় (১২) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মানস রায়কে (৮) নিয়ে সরকারিকরণের দাবি আদায়ের আন্দোলনে এসেছেন তিনি।

শিক্ষক দেবব্রত রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমার বাসায় ফিরে যাওয়ার ইচ্ছে নেই। প্রায়ই আমার সন্তানরা টেলিফোন করে জানতে চায়, বাবা কোথায়? তাই তাঁদেরকে নিয়ে আন্দোলনে এসেছি। আমাদের একটাই দাবি সরকারিকরণ।

অন্দোলন স্থলে সন্তানদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি মাথায় আসেনি। আশা করি তাদের কোনো ক্ষতি হবে না।

এদিকে আট বছরের ছেলে আব্দুর রহমানকে নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর থেকে রাজধানীর প্রেস ক্লাবে এসেছেন শিক্ষক মিজানুর রহমান। মিজানুর জেলার আকুবপুর আলিম মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত রয়েছেন। 

মিজানুর রহমান বলেন, এই আন্দোলন শুধু আমাদের একা। এই আন্দোলন পরিবারের সব সদস্যদের ভালো রাখার আন্দোলন। আমি আন্দোলনে আসবো দেখে আমার ছোট ছেলেকেও সঙ্গে এনেছি। এটি শুধু আর শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন নিয়ে এখন পরিবারের সদস্যদের মধ্যেও আলোচনা হয়।

প্রসঙ্গত, নানা বৈষম্যের অভিযোগ তুলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষকরা। গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকদের অভিযোগ, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মধ্যে ‘পাহাড় সমান’ বৈষম্য রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে এলেও তাদের দাবি উপেক্ষিত রয়ে গেছে। তাই কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।


পাঠকের মন্তব্য দেখুন
মাদরাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha মাদরাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা - dainik shiksha বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা মাই*রা শ্যাষ কইরা দেন, শেখ হাসিনাকে বলেছিলেন দুই ভিসি - dainik shiksha মাই*রা শ্যাষ কইরা দেন, শেখ হাসিনাকে বলেছিলেন দুই ভিসি আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা - dainik shiksha আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন - dainik shiksha শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক - dainik shiksha পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী - dainik shiksha শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047850608825684