দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সারাদেশের সব জেলা ইউনিটে কর্মী সম্মেলন শুরু করছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। নেতাকর্মীকে নতুন করে উজ্জীবিত করা ও নতুন কমিটি গঠন এ কর্মসূচির উদ্দেশ্য। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে চার ধাপে এ সম্মেলন হবে। আগামী ৮ মে সিরাজগঞ্জ জেলা থেকে শুরু হবে কর্মসূচি। সংগঠনটির ১১৮টি সাংগঠনিক জেলা ইউনিট রয়েছে।
শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের চার ধাপে কর্মী সম্মেলন হবে। এর মধ্যে আগামী ৮ মে দুপুরে সিরাজগঞ্জ জেলায়, ৯ মে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বেলা ১১টায় রাজশাহী জেলা ও মহানগরে, দুপুর ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলায়, দুপুর ২টায় জয়পুরহাট জেলায় এবং ১১ মে দুপুর ২টায় পাবনা জেলায় হবে কর্মী সম্মেলন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে সারাদেশে ছাত্রদলকে পুনর্জাগরণ ঘটাব। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আবারও উজ্জীবিত হবে এবং এই দুঃশাসনের বিরুদ্ধে তারা আবারও রাজপথে নেমে আসবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জেলা কমিটি করার সময় সাধারণত ঢাকা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে করে অনেকেরই আপত্তি থাকে। আমরা কর্মিসভার মাধ্যমে সাংগঠনিক কর্মতৎপরতা বাড়াতে চাই।