দেশের প্রাথমিক বিদ্যালয়ে দুইটি করে স্কাউট দল গঠন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে সব স্কুলকে দুইটি কাব বা স্কাউট দল গঠন করতে বলা হয়েছে।
গতকাল রোববার এ নির্দেশনা দিয়ে ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আরা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয় দুইটি কাব বা স্কাউট দল গঠন করতে হবে। প্রতিটি বিদ্যালয় একজন কাব বা স্কাউট শিক্ষক নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের কাব বা স্কাউট প্রশিক্ষণের জন্য উপজেলা বা জেলা স্কাউট প্রতিনিধির সঙ্গে আলোচনা করে কাব বা স্কাউট তহবিল ব্যবহার করার জন্য বলা হলো।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ তম প্যাসেফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুইটি স্কাউট দল গঠনের নির্দেশনা দিয়েছিলেন। গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে বিষয়ে জানিয়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (৭) মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনাগুলো নিয়ে বলা হয়েছে, সরকার প্রতিটি উপজেলা ও জেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রে নির্মাণ করবে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। ছেলেদের পাশাপাশি গার্ল স্কাউট বা মাদরাসাগুলোতে স্কাউট যেনো গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেনো স্কাউট প্রশিক্ষণ পায়।চিঠিতে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।