সভাপতির উদ্যোগে বদলে গেছে নাগরপুরের আফছার মেমোরিয়াল স্কুল

নিজস্ব প্রতিবেদক |

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ১৯০৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি এখনো ঝকঝকে-তকতকে। গত পাঁচ বছরে স্কুলটির সৌন্দর্য বেড়েছে বহুগুণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীদের ফলাফলও ভালো। গত বছর এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে অংশ নেয় ১০৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৪ জন। তিন জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। আর জেএসসি পরীক্ষায় ১২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯১ জন উত্তীর্ণ হয়।

স্কুলটির প্রধান শিক্ষক মো. মতিউর রহমান দৈনিক শিক্ষাকে জানান, গত ৫ বছর স্কুলটির সভাপতির দায়িত্বে আছেন বসুন্ধরা গ্রুপের এজিএম (সহকারী মহাব্যবস্থাপক-ভূমি) মো. আউয়াল। তিনি স্কুলশিক্ষকদের স্বাধীনভাবে সুস্থ পরিবেশে পাঠদান পরিচালনা নিশ্চিত করে আসছেন।

প্রধান শিক্ষক মো. মতিউর রহমান আরও জানান, এই ৫ বছরে প্রতিষ্ঠানে ব্যাপক উন্নতি হয়েছে। আউয়াল সাহেব দায়িত্বে আসার পর সিংহভাগ অর্থায়নে ১১০ বছরের পুরাতন পরিত্যক্ত ভবনটি ভেঙে সেমি-পাকা রঙ্গিন টিনের নয় কক্ষবিশিষ্টি একটি ভবন নির্মাণ করেন।

অপরদিকে, পড়াশুনার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের জনপ্রতি ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন তিনি। এ ছাড়াও প্রতিষ্ঠানটির ৪০ শতাংশ শিক্ষার্থীকে বিনা খরচে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন আউয়াল সাহেব।

প্রধান শিক্ষক আরও বলেন, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব থাকায় ভবনটি তিন তলা পর্যন্ত তৈরি করা, স্কুলের খেলার মাঠ সম্প্রসারণসহ বিদ্যালয়ের চারপাশে প্রাচীর তৈরি করার কাজ করছেন সভাপতি। এ ছাড়া শতভাগ পাসের হার নিশ্চিত, বিজ্ঞানাগার তৈরি ও কম্পিউটার ল্যাব তৈরিসহ আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য সভাপতি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025558471679688