পটুয়াখালীর দশমিনায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের মামলায় সুপারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মোশারফ হোসেন উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদরাসার সুপার। গতকাল বুধবার মাদরাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন তাঁর বিরুদ্ধে মামলা করলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, সুপার মোশারফ গত মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকার একটি চেক জমা দেন। ব্যাংকের ব্যবস্থাপক চেকের পাতা যাচাই করে দেখেন সভাপতির স্বাক্ষরের মিল নেই। তখন সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো চেক পাঠাননি বলে দাবি করেন। তখন সুপারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় মাদরাসার উন্নয়নের টাকা আত্মসাৎ এবং সভাপতির স্বাক্ষর জালের অভিযোগ এনে গতকাল তাঁর বিরুদ্ধে মামলা হয়।
সভাপতি মোয়াজ্জেম বলেন, ‘এমন ঘটনা এই প্রথম না। সুপার এর আগেও চেকের ১৫-১৬টি পাতায় আমার স্বাক্ষর জাল করে মাদরাসার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। আমার স্বাক্ষর জাল করায় আমি মামলা করি।’
এ বিষয়ে দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক জানান, সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের সময় মাদরাসা সুপারকে চিহ্নিত করা হয়। তখন পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার মাদ্রাসার সভাপতি তাঁর বিরুদ্ধে মামলা করেন।