সভাপতি জাপা নেতার বাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা!

বরিশাল প্রতিনিধি |

পটুয়াখালীর দুমকি উপজেলার একটি মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বাসায়। তিনি ওই মাদ্ররাসার পরিচালনা পর্ষদের সভাপতি।

শনিবার বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে সভাপতির বাসভবন 'পল্লী ভবন'-এ দুমকির ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে এই নিয়োগ পরীক্ষা হয়। মাদরাসা থেকে সভাপতির বাসার দূরত্ব কমপক্ষে ২৫ কিলোমিটার। 

সভাপতির বাসায় পরীক্ষা নেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্নিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ পদে নিয়োগপ্রত্যাশী আব্দুস শাকুর। তিনি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে জানানো হয়, 'কালামের চাকরি হবে। তিনি সব গুছ (ম্যানেজ) করেছেন'।

আব্দুস শাকুর জানান, তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সন্তোষপুর নেছারিয়া (ফাজিল) ডিগ্রি মাদরাসায় অধ্যক্ষ পদে কর্মরত। নিজ জেলায় চাকরি করার জন্য তিনি দুমকির ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে আবেদন করেছিলেন।

সভাপতির বাসায় নিয়োগ পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বারী বলেন, সভাপতি তার বাসায় করছেন, এ ক্ষেত্রে কী করার আছে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদী বলেন, অধ্যক্ষ নিয়োগ নিয়ে একটি অভিযোগ পেয়ে ঝাটরা মাদরাসায় লোক পাঠিয়েছি। কিন্তু কাউকে সেখানে পাওয়া যায়নি। নিয়োগ পরীক্ষা সভাপতির বাসভবনে হওয়া ঠিক নয়। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

নিয়োগ পরীক্ষায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হয়ে আসা উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষা অবশ্যই সংশ্নিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হওয়া উচিত। ঝাটরা মাদরাসা কর্তৃপক্ষ কোন প্রক্রিয়ায় এগোচ্ছে, তা তিনি জানেন না। এসব বিষয় খতিয়ে দেখা হবে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. জাবেদ আহমেদ জানান, প্রার্থীরা তাকে ফোনে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের কথা জানিয়েছেন। লিখিত অভিযোগও পাঠিয়েছেন। তিনি বলেন, বাসায় কোনো নিয়োগ পরীক্ষা হওয়ার নিয়ম নেই। সার্বিক বিষয়ে তারা উপাচার্যের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেবেন।

ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম রুহুল আমিন হাওলাদার অভিযোগ প্রসঙ্গে বলেন, যে কোনো স্থানে নিয়োগ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার বৈধতা নিয়োগবিধিতে আছে। এসব আইনি বিষয় নিশ্চিত হয়ে বাসায় নিয়োগ পরীক্ষা নিয়েছি। দু'জন সরকারি প্রতিনিধিসহ পাঁচ সদস্যের নিয়োগ বোর্ডও এতে সম্মতি দিয়েছে। তবে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় অন্যত্র পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিলেও নিয়োগ বোর্ড রাজি হয়নি। রুহুল আমিন হাওলাদার উল্টো অভিযোগ করেন, যিনি (নামোল্লেখ না করে) এসব অভিযোগ তুলেছেন, তাকে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি এবং এসএমএস দেওয়া হলেও আসেননি।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0039877891540527