মাইমুনা আবদুল্লাহ, দৈনিক শিক্ষাডটকম: সমাবর্তন ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই সমাবর্তনের দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জনানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই।
জানা যায়, মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধি বিধান না মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বলে অভিযোগ আছে।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ করেছেন হাসনাত আবদুল হাই। একাধিক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও মূল সনদ দেখাতে না পারায় বিপাকে রয়েছেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এমন অনুরোধ হাজারো গ্র্যাজুয়েটের ভোগান্তি লাঘব হবে। সনদ পেয়ে চাকরি করতে পারবেন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।