সরকারিকরণের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থানে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন সারাদেশ থেকে আসা শিক্ষকরা। মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।  এর আগে সোমবার সকাল থেকে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’ এর ব্যানারে ১৭টি সংগঠনের অনুসারী শিক্ষক কর্মচারীরা শুরু করেছেন।

সরকারিকরণের দাবিতে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে এসব বিধিনিষেধ কার্যকর হবে। এ পরিস্থিতিতে শিক্ষকদের আন্দোলন চলবে না স্থগিত করা হবে তা নিয়ে চিন্তা করছেন নেতারা।

এদিকে অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে বক্তব্য দিচ্ছেন। শিক্ষক নেতারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পুর্ণাঙ্গ সুযোগ সুবিধা না দেয়ায় আক্ষেপ জানান। তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া চিকিৎসাভাতা, সন্তানের শিক্ষা ভাতা, হাউজ লোন ও শিক্ষকদের বদলি চালুর দাবি জানান। এছাড়া অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য এমপিও থেকে ১০ শতাংশ টাকা কেটে রাখার প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে ৫০০ টাকা চিকিৎসাভাতা, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ২৫ শতাংশ উৎসবভাতা দেয়াকে বৈষম্য বলে দাবি করেন। শিক্ষকরা বলেন, এসব বৈষম্য দূর করতে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ জরুরি। 

সরকারিকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক আয় থেকে কোনো ভর্তুকি ছাড়াই সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ সম্ভব। 

মহাজোট নেতাদের দাবি, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে নিলে প্রতিবছর সরকারের আয় হবে ২৬ হাজার কোটি টাকা। তাই সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হলে শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে সরকারের বাড়তি কোনো টাকা খরচ হবে না।’ 

তারা  বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। সরকার চাইলেই এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান মুজিববর্ষেই সরকারিকরণ করতে পারে। 

শিক্ষক নেতাদের দাবি, এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলে সবচেয়ে লাভবান হবেন প্রান্তিক গ্রামাঞ্চলের মানুষ। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে মুজিববর্ষেই সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানান তারা।

কয়েকজন শিক্ষক নেতা দৈনিক আমাদের বার্তাকে জানান, সরকারিকরণের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ রোধে ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ দেয়া হয়েছে। জাতিগড়ার কারিগর হিসেবে জনগণকে সুরক্ষিত রাখতে সরকারের নেয়া সিদ্ধান্তে প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এ পরিস্থিতিতে মহাজোটের নীতিনির্ধারকরা ভাবছেন, আন্দোলন চলবে না স্থগিত হবে তা নিয়ে। 

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমাজ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতি, জাতীয়করণ মঞ্চ, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, পদোন্নতিবঞ্চিত প্রভাষক সমাজ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, বদলী প্রত্যাশী শিক্ষক, দি মাস্টারস্, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, এনটিআরসিএ নিয়োগকৃত শিক্ষক পরিষদ এবং এনটিআরসিএ নিয়োগকৃত শিক্ষক বদলি ও জাতীয়করণ ঐক্য পরিষাদের অনুসারী শিক্ষকরা অংশ নিচ্ছেন।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ - dainik shiksha শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.006493091583252