মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন বরাদ্দের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বিএনপি-জামাতপন্থী হিসেবে পরিচিত বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্যজোট।
বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্যজোট জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া।
সংগঠনের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক–কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মো. ইমরুল কবির জিহাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াদুদ, কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক ইসাহাক মোল্লা প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণে সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। একইসঙ্গে তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে, পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।