সরকারিকৃত কলেজে বেসরকারি নিয়মে টিউশন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

সরকারিকরণের পরও পুরনো নিয়মে টিউশন ফি আদায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজধানীর শ্যামপুরের মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে  বিক্ষোভ শুরু করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, তাদের প্রতিষ্ঠান দেড় বছর আগে সরকারিকরণ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবেই আগের টিউশন ফিই আদায় করছে। এই অনিয়মের প্রতিবাদেই  বিক্ষোভ করছে তারা। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির  কেউ কথা বলতে চায়নি। প্রতিষ্ঠানটিতে একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. শাহেদ আলী অধ্যক্ষ হিসেবে রয়েছেন। 

কলেজের একজন শিক্ষক দৈনিক শিক্ষাকে বলেন, পরিস্থিতি খারাপ দেখে পুলিশ ডাকা হয়। পুলিশ আমাদের সরকারিকরণের কাগজপত্র দেখেন। সদ্য সরকারিকৃত কলেজে টিউশন ফি আদায় সংক্রান্ত গত বছর জারি করা সরকারি আদেশের কপি দেখেন পুলিশরা। এরপর পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দেন।  

সদ্য সরকারিকৃত কলেজের শিক্ষক সমিতির একজন নেতা দৈনিক শিক্ষাকে বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক সমিতির একাংশের বাধায় সদ্য জাতীয়করণকৃত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারিকরণের কোনও সুবিধাই পান না। শিক্ষার্থীদেরও পুরনো নিয়ম টিউশন ফি দিতে হয় আবার শিক্ষকদেরকেও আত্তীকরণ করা হয় না ষড়যন্ত্রের অংশ হিসেবে। শিক্ষা প্রশাসনের সর্বত্র বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন দেয়ায় তারা সুযোগ পেয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধীতা করছেন। ২৯৯ টি সদ্য সরকারিকৃত কলেজের ১৫ হাজারেরও বেশি শিক্ষককে আত্তীকরণ করা হয়নি। 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0022737979888916