সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত-আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে ১৩-২০ গ্রেড পদে কর্মচারী নিয়োগে প্যানেল সংরক্ষণসংক্রান্ত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গঠিত কমিটি বাংলাদেশ কর্ম কমিশনের আওতাবহির্ভূত বেতনগ্রেড ১৩-২০ পর্যন্ত পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা প্রণয়ন সংক্রান্তে বিভিন্ন দিক পর্যালোচনা করবে। মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করবে।
সাত সদস্যের কমিটির আহ্বায়ক হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব ও সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিব।
সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ, অর্থ ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি-১ অধিশাখা) এবং সরকারি কর্ম কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি।