সরকারি কলেজের অধ্যক্ষের ওপর বহিরাগতদের হামলা

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সামনে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বহিরাগত ও পৌর যুবলীগ নেতা আশরাফুল আলম ওয়াসীম ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজে যেতে বিভিন্ন সময় হুমকি ও বাধা প্রদান করে আসছিলেন। কলেজের চারজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে গত জানুয়ারিতে মিথ্যা তথ্য দিয়ে শ্রীপুর থানায় চারটি সাধারণ ডায়েরি করেন। তারাও অধ্যক্ষকে কলেজে যেতে বাধা প্রদান করেন বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারের বিভিন্ন মহলকে অবহিত করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। ঘটনার সময় ১০-১২ জন বহিরাগত যুবক মোটরসাইকেলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খোঁজাখুঁজি করে কৃষিবিজ্ঞান বিভাগের ভেতর থেকে টেনে বের করে কিল ঘুসি ও লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষকরা জানান, এ সময় তারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে তাদের সহায়তায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ সময় বহিরাগতরা কলেজের লাইব্রেরিয়ান হামিদুল ইসলাম ও তিনজন অফিস সহায়ককে মারধর করে। ঘটনার পর প্রকাশ্যে যুবকেরা কলেজ চত্বরে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করে।

অভিযুক্ত ওয়াসীম সাংবাদিকদের জানান, তিনি এ সময় কলেজে যাননি। ঘটনা শুনে আমি কলেজে গিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আইনি প্রক্রিয়ায় রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0030298233032227