সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেতে অনলাইনে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদন গ্রহণ আগামী শনিবার (১ এপ্রিল) থেকে শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা এ পদে পদায়ন পেতে আবেদন করতে পারবেন। সরকারি কলেজ শিক্ষকদের বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষকদের বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে দাখিল করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনভাবে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না।
বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd এবং www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে ১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেতে আবেদন করতে বলা হয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের।
আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানদের ১৪ এপ্রিলের মধ্যে আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে বলা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।