ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও সরকারি কলেজে চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের দুজন নৈশ্যপ্রহরীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গফরগাঁও থানায় নিয়ে যায়।
আটককৃত প্রহরী হলেন, মো. ওমর ফারুক (৫০) ও মো. হেলাল উদ্দিন (৪৩)।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, গভীর রাতে কলেজের বিভিন্ন রুমের তালা ভেঙে প্রবেশ করে দুটি কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরার মেশিন, আইপিএস, নগদ টাকা নিয়ে গেছে কে বা কারা। এসময় বিভিন্ন আলমারির তালা ভেঙে জরুরি কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যাওয়া হয়েছে। অথচকলেজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো। কলেজের বিভিন্ন রুমে ও আশেপাশে সিসি ক্যামেরা চালু ছিল ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ কলেজটি পরির্দশন করেছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গফরগাঁও সরকারি কলেজ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি । তদন্তে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।