সরকারি প্রণোদনার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

দৈনিকশিক্ষা ডেস্ক |

সরকারি প্রণোদনাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১৪৫টি বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা।

সোমবার (২৯ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত এই মানববন্ধনে সামাজিক ও শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

বক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের ঘোষণা অনুযায়ী ১৭ মার্চ থেকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবস্থিত প্রায় দেড়শ বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন আড়াই হাজার শিক্ষক কর্মচারী ও মালিকপক্ষ।

বক্তারা বলেন, লকডাউনে প্রাইভেট টিউশনি বন্ধ থাকায় আর্থিক অনটনে থেকেও শিক্ষিকরা মান-সম্মানের কথা ভেবে কারো কাছে সাহায্য চাইতে পারছেন না। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় বাড়ি ভাড়া, শিক্ষক-শিক্ষিকাদের বেতন, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতে না পারায় বিপুল পরিমাণ আর্থিক চাপের মুখে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। এ অবস্থায় নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এ শিক্ষক সমাজ।

করোনা ভাইরাসের এই দুঃসময়ে সরকারের কাছে তারা নন-এমপিও ভুক্ত শিক্ষকদের মতো কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানসহ সহজ শর্তে ঋণ প্রদান ও প্রণোদনার ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের রেশন কার্ডের ব্যবস্থার কথা জানান।

এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার অনুমতি প্রদান, সহজ শর্তে কিন্ডারগার্টেন স্কুল সমূহকে নিবন্ধনের আওতায় আনা এবং  প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মতো নিজ স্কুলের নামে জে.এস.সি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের ছয়টি দাবি তুলে ধরেন তারা।

সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম.এ সিদ্দিক মিয়াসহ অনেকে।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0026628971099854