ঢাকা শহরে তাপ ও কার্বন নিঃসরণ কমাতে সরকারি স্কুলগুলোতে ছাদবাগান ও সবুজ প্রাচীর নির্মাণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশনা রাজধানীর ৩৩টি সরকারি স্কুলের জন্য দেয়া হয়েছে।
রোববার মাউশি অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রকল্পটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে হার্টিকালচার বিভাগের আওতায় বাস্তবায়ন হবে।
ঢাকা শহরে জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন ক্ষমতাসম্পন্ন সবুজ ছাদবাগান ও সবুজ প্রাচীর নির্মাণ করে শহরে তাপ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা বাস্তবায়নের এই প্রকল্পের আওতায় ঢাকা শহরের ৩৩টি সরকারি স্কুলে (তালিকা সংযুক্ত) ছাদবাগান ও সবুজ প্রাচীর প্রতিষ্ঠা করা হবে।
স্কুলের একজন স্টাফ ও ৫ জন ছাত্রকে ছাদবাগান রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ দেয়া হবে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্রদের সমন্বয়ে একটি গ্রিন ক্লাব প্রতিষ্ঠা করার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
অধিদপ্তরের দেয়া তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ প্রকল্পের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বলা হয়েছে।