মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জ্যেষ্ঠতার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় প্রায় তিনশ কর্মচারী স্থান পেয়েছেন।
জানা গেছে, নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১ এর বিধি-৯ এর উপবিধি-৩ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিতে এ চূড়ান্ত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) ও হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড ১০) পদে পদোন্নতি দিতে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ফিডার পদে কর্মরত ৮ জনকে অন্তর্ভুক্ত করে জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা হয়েছে। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, গবেষণা সহকারী, রেজিস্ট্রার, প্রধান সহকারী বা অডিটর পদে পদোন্নতির জন্য গবেষণা সহকারী, রেজিস্ট্রার, হিসাবরক্ষক কাম প্রধান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, প্রধান সহকারী, অডিটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, হিসাবরক্ষক কাম ক্লার্ক ও হিসাবরক্ষক ফিডার পদে কর্মরত ২৮৯ জন জ্যেষ্ঠতার তালিকায় স্থান পেয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিতে জ্যেষ্ঠতার তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।