বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অধ্যাপকদের দেশের ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার আরো ২৫ জনকে বদলি করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের ড. শেখ মো. তাজুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মো. আবুল বাসার ভূঁঞা, রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে কেএম আমিনুল হক, সরকারি তিতুমীর কলেজে শ্রিপা রানী মন্ডল, শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. কাকলী মুখোপাধ্যায়, কবি নজরুল সরকারি কলেজে মোহাম্মদ হাবিবুর রহমান,
এ ছাড়াও ব্রহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিতের নতুন অধ্যাপক ড. আবু জাফর খানকে, ফেনী সরকারি কলেজে মো. শাহেদুল খবিরকে, সরকারি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমানকে, সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে, সরকারি তোলারাম কলেজে প্রফেসর এসএম আমিরুল ইসলামকে, সরকারি হরগঙ্গা কলেজে কার্তিক চন্দ্র মন্ডলকে, সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যাপক সুব্রত নন্দীকে, কারমাইকেল কলেজে মোহা. আব্দুল খালেককে, পাবনার এডওয়ার্ড কলেজে অধ্যাপক মো. আবু বকর সিদ্দিককে, কেশবচন্দ্র সরকারি কলেজে অধ্যাপক চিন্ময় বাড়ৈকে, সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যাপক রমা সাহাকে, কারমাইকেল কলেজে প্রফেসর টিএম সোহেলকে, সরকারি ভিক্টোরিয়া কলেজে মো. মাহাবুবুল করিমকে, চাঁদপুর সরকারি কলেজে বিমল চন্দ্র দাসকে, সরকারি রাজেন্দ্র কলেজে সুভাষ চন্দ্র হীরাকে, জয়পুরহাট সরকারি কলেজে ড. মো. মাহবুক সফররাজকে, গুরুদয়াল কলেজে প্রফেসর মো. নূরুল বাসেতকে, সুনামগঞ্জ সরকারি কলেজে জীবন কৃষ্ণ মোদককে এবং সরকারি তোলারাম কলেজে উপাধ্যাক্ষ মো. খোরশেদ আলমকে বদলি করে আনা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।