সরকার নারী শিক্ষায় অকল্পনীয় পদক্ষেপ বাস্তবায়ন করছে : গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি |

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার নারী শিক্ষায় অকল্পনীয় পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে নারীবান্ধব সরকার। তিনি শুক্রবার দুপুরে নাজিরপুর উপজেলার কাইলানী মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার রোজি পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, গণপূর্ত বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।

গণপূর্তমন্ত্রী বলেন, অতি সম্প্রতি দেশের বিপুলসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আসন্ন ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রায় ৫০ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানকে শুধু পাঠ্যপুস্তক পড়তে দিলেই হবে না, পাশাপাশি তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লক্ষ রাখতে হবে আপনার সন্তান যেন সর্বনাশা মাদকের বা অন্য কোনো অপরাধে জড়িত না হয়।

স্বাগত বক্তব্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার বলেন, ২ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় করে এ বিদ্যালয়টির ভবন নির্মাণ করা হচ্ছে। চারতলা এ ভবনের প্রতিটি তলায় মেয়েদের জন্য উন্নতমানের শৌচাগার থাকছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য প্রতিটি তলায় র‌্যাম্প করা হচ্ছে যাতে তারা হুইল চেয়ার নিয়ে চলাচল করতে পারে। এ বিদ্যালয় ভবনটিতে সর্বাধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে। ভবনের নির্মাণ কাজ ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিটির ব্যবস্থা এবং আসবাবপত্র সরবরাহ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0059280395507812