দৈনিক শিক্ষাডটকম, জবি : মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর পূজা করা হয়। প্রাচীনকাল থেকেই এসব পূজা-পার্বণে পৌরোহিত্য করে থাকেন পুরুষ ব্রাহ্মণরাই। পুজোপাঠের ক্ষেত্রে এ যুগেও নারী পুরোহিতের দেখা পাওয়া ভার। এবার সেই দৃশ্যের সাক্ষী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বুধবার সরস্বতী পূজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পূজা মণ্ডপে পূজা পাঠ করেন নারী পুরোহিত সমাদৃতা ভৌমিক। তিনি একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী।
সমাদৃতা ভৌমিক বলেন, আমাদের সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবে না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনো পুরুষদের দখলে। আমার বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পৌরোহিত্য করতে উদ্বুদ্ধ হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম নারী পুরোহিত কোনো পূজা সম্পন্ন করলো। আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছি। নারী পুরোহিতদের আমরা স্বাগত জানাই।
প্রসঙ্গত, এবারের সরস্বতী পূজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬টি মন্ডপে শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা উদযাপিত হয়েছে।