সহকারী জজ নিয়োগের সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।
১০ জুন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক সাধারণ ও আইন বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুলাই। আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ৩০ জুলাই পর্যন্ত। ঐচ্ছিক বিষয়-১ ও ঐচ্ছিক বিষয়-২–এর পরীক্ষা হবে ৩১ জুলাই।
আবশ্যিক বিষয়ের মধ্যে সাধারণ বাংলা ২০ জুলাই, সাধারণ ইংরেজি ২১ জুলাই, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ ২২ জুলাই, সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২৪ জুলাই, দেওয়ানী মামলা সংক্রান্ত আইন ২৫ জুলাই, অপরাধ সংক্রান্ত আইন ২৭ জুলাই, পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন ২৮ জুলাই, সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এক্ট, ও আইনের ব্যাখার ধারণা ২৯ জুলাই এবং সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। এছাড়াও ঐচ্ছিক আইন বিষয়ের পরীক্ষা ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা আড়াইট থেকে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস পরীক্ষাকেন্দ্রে ও কমিশনের ওয়েবসাইটে আগামী ১৮ জুলাই প্রকাশ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, মানিব্যাগ/ ওয়ালেট, ক্যাককুলেটর, ইলেকট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ডিজিটাল ডিভাইস সঙ্গে নিতে বা রাখতে পারবেন না।