ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আবু সাঈদ (১৭) নামে এ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাঈদ হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় সময় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের বাদি হয়ে ফুলবাড়ীয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইভটিজিং সংক্রান্ত ঘটনায় গত মঙ্গলবার জেলার দেওখোলা ইউনিয়ন হাসপাতাল রোডে একটি কোচিং সেন্টারে পড়তে এলে তর্কে জড়িয়ে পড়ে নিহতের সহপাঠী সাইদসহ বেশ কয়েকজন।
স্থানীয়দের অভিযোগ, তর্কের এক পর্যায়ে সুমন মিয়া হঠাৎ তার হাতে থাকা চাকু দিয়ে সহপাঠী সাঈদ ও শ্রাবণকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সাঈদের অবস্থা আশঙ্কাজনক হলে ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার সময় কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন। রাতে শ্রাবণের অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শ্রাবণ হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।