ময়মনসিংহে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে ও ময়মনসিংহ প্রেসক্লাবের সহযোগিতায় এ প্রশিক্ষণ দেয়া হয়। মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ফেসবুক, ইউটিউবে বা যেকোনো মাধ্যমে ভুয়া নিউজ, ছবি এবং বিভ্রান্ত ছড়ানো বক্তব্য যাচাই করতে সফটওয়ার ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে ফ্যাক্ট চেক শেখানো হয়।
জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া, পিআইবির সহকারী প্রশিক্ষণ জিলহাজ উদ্দিন নিপুণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি সালিম হাসান ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মহি উদ্দিন আহমেদ। প্রশিক্ষণে টিভি, প্রিন্ট ও অনলাইন পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।