প্রেস ইনস্টিটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আরো দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া প্রখ্যাত সাংবাদিক জাফর ওয়াজেদ। চতুর্থবারের মতো তিনি পিআইবির মহাপরিচালক হলেন। তাকে আগামী দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, প্রখ্যাত সাংবাদিক জাফর ওয়াজেদ ২০১৯ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর ২০২১ খ্রিষ্টাব্দের এপ্রিলে মেয়াদ শেষ হলে তাকে ফের দুই বছরের জন্য একই পদে নিয়োগ দেয়া হয়েছিলো। তৃতীয়বারের মতো তাকে ফের এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিলো গত বছরের এপ্রিলে।
২০২০ খ্রিষ্টাব্দে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পেয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক জাফর ওয়াজেদ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। দাউদকান্দিতে জন্ম নেয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।