কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দহীন দুই ম্যাচের পর টরন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সে ম্যাচেই বিতর্কের জন্ম দেন বাংলা টাইগার্সের অধিনায়ক। ম্যাচ শেষে এক দর্শকের প্রশ্নের জবাবে প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
সাকিবের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে গত বুধবার রাতে সারে জাগুয়ারসের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। সে ম্যাচে তাঁর দল ৪ উইকেটের জয় পেলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ ছিলেন সাকিব। ৭ বলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান। তবে এর চেয়েও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাটিংয়ে নেমেই দর্শক গ্যালারি থেকে ‘সাকিব, ভুয়া ভুয়া’ স্লোগান শুনেছেন তিনি।
সাকিবের প্রতি দর্শকদের এমন তীব্র মনোভাবের প্রেক্ষাপট বাংলাদেশে চলমান ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। এ আন্দোলনে ছাত্রদের সঙ্গে সংহতি না জানানোতেই তাঁর ওপর ক্ষুব্ধ অনেকে।