ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ খ্রিষ্টাব্দের মাস্টার্স শেষ পর্ব বিশেষ নিয়মিত, প্রাইভেট নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২১ নভেম্বর।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২২ খ্রিষ্টাব্দের মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রণীত সিলেবাস ও নীতিমালা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করে আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরমপূরণ, আনুষঙ্গিক নিয়ম, শর্তাবলী ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক কার্যাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।