সাত বছর পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল

মেহেরপুর প্রতিনিধি |

দীর্ঘ সাত বছর পর আগামীকাল সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। মেহেরপুর শহরের শহীদ সামচ্ছুজোহা পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজ চলছে। গোটা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। 

নেতাকর্মীরা যার যার পছন্দের নেতার সমর্থনে বিলবোর্ড,ফেস্টুন টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলাচ্ছেন নানামুখী তৎপরতা। আর সম্মেলনে পদপ্রত্যাশী নেতাদের অনেকেই যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের দ্বারে। রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে হাট-বাজারে চায়ের দোকানে চলছে নানা জল্পনা-কল্পনাকে হচ্ছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদক।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ দুই পদে পরিবর্তন হবে নাকি বর্তমান সভাপতি-সম্পাদকই দায়িত্বে থাকবেন তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ দুটি পদে প্রধানমন্ত্রী যাদের মনোনীত করবেন তারাই দায়িত্বে আসবেন। এ পর্যন্ত সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সাধারণ সম্পাদক মিয়াজান আলী, ইব্রাহীম শাহিন, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের স্ত্রী লাইলা আনজুমান বানু শিলাসহ বেশ কয়েক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আওয়ামী লীগ একটি বড়দল। দলে গণতান্ত্রিক ব্যবস্থা থাকার কারণে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে আশা করি শেষ পর্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হবে।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031061172485352