সাত হাজার গ্র্যাজুয়েটকে সনদ দিলো এনএসইউ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৪ তম সমাবর্তন অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন সনদ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

সমাবর্তন বক্তা, ভারতের পরিকল্পনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান এবং সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের সম্মানিত ফেলো মি. মন্টেক এস আহলুওয়ালিয়া গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. জুনায়েদ কামাল আহমদ এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ইয়াসমিন কামাল ও শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় এবং স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মার্শাল শায়লা জোয়ার্দার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. জাবেদ বারী এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. হাছান মাহমুদ রেজা ডিগ্রি প্রার্থীদের তথ্য শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

মন্ত্রী ডিগ্রি দেয়ার পর ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়। সমাপনী বক্তব্য রাখেন ২০২১ খ্রিষ্টাব্দের ক্লাস থেকে আরফা ফিজানুল ইসলাম। পরে শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে উপাচার্য সমাবর্তন কার্যক্রম শুরু করেন। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অগ্রগতির জন্য শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্থনীতির জন্য মানসম্মত উচ্চশিক্ষার তাৎপর্য তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবিক গুণাবলীসম্পন্ন মানবসম্পদ উন্নয়নে নিবেদিত। মন্ত্রী সব গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যত কামনা করেন।

সমাবর্তন বক্তা মন্টেক এস আহলুওয়ালিয়া গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের ক্যারিয়ারের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার জন্য উৎসাহিত করেন। তিনি তাদের সম্ভাবনা অনুসন্ধান এবং আধুনিক বিশ্বের অর্থনীতিতে অবদান রাখার পরামর্শ দেন।

এনএসইউ'র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমাদ সব গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের জন্য অভিনন্দন জানান। তিনি তাদের স্বপ্ন পূরণের জন্য আবেগের সঙ্গে সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান এবং তাদের স্মরণ করিয়ে দেন যে সাফল্য অন্যের জীবনে তাদের ইতিবাচক প্রভাব দ্বারা নিরূপিত হয় ।

সমাবর্তন বক্তার পরিচয় করিয়ে দিয়ে ড. জুনায়েদ কামাল আহমাদ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ভবিষ্যতের সব প্রচেষ্টায় নৈতিক নীতিসমুহ সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এনএসইউর সাম্প্রতিক মাইলফলক ও র‌্যাংকিংয়ের কথা তুলে ধরেন। এনএসইউ উপাচার্য শিক্ষার্থীদের দেশের জনগণের এবং বিশ্বের উন্নতিতে অর্থবহ অবদান রাখার প্রতি আহ্বান জানান। 

সমাবর্তন অনুষ্ঠানে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক বাবা-মাও এই আনন্দউদযাপনের জন্য তাদের সন্তানদের সঙ্গে যোগ দিয়েছিলেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের শিক্ষায় মূল্যবান অবদানের জন্য তাদের পিতামাতার প্রতি দাঁড়িয়ে ও করতালি কৃতজ্ঞতা প্রকাশ করে।


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে - dainik shiksha স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে - dainik shiksha এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি - dainik shiksha অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল - dainik shiksha গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ - dainik shiksha ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস - dainik shiksha সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস please click here to view dainikshiksha website Execution time: 0.0028688907623291