সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের চারটি কবিতার বই আসছে অমর একুশে বইমেলায়। তার লেখা ‘অকবির কাব্যকথা’ ও ‘বিশুদ্ধ বিশ্বাস’ নামের দু’টি কবিতার বইয়ের মোড়ক আগামী বৃহস্পতিবার উন্মোচন করা হবে।
আগামী বৃহস্পতিবার বইমেলার বইমেলা গ্রন্থ উন্মোচন মঞ্চে বই দু’টির মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সাবেক শিক্ষা সচিব মো. সোহবার হোসাইন।
জানা গেছে, সপ্তর্শী প্রকাশন থেকে অশোক কুমার বিশ্বাসের মোট চারটি কবিতার বই মেলায় আসছে। বইগুলো হলো, অকবির কাব্যকথা, বিশুদ্ধ বিশ্বাস, অন্তিমযাত্রা এবং চরণে চতুর্দশী। বইমেলায় ২৯৩ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাবে। এরমধ্যে অকবির কাব্যকথা ও বিশুদ্ধ বিশ্বাস বই দু’টির মোড়ক উন্মোচন হবে আগামী বৃহস্পতিবার।
সাবেক সচিব অশোক কুমার বিশ্বাস জানান, লেখালেখি আমার নেশা নয়, পেশা তো নয়ই। আমি কবিও নই, লেখকও নই। কবিতার অমৃত ভুবনে বিচরণে আমার কিঞ্চিৎ প্রয়াস নিতান্তই দুঃসাহসের সামিল। অবসরের অবসাদে মনের খেয়ালে নিজস্ব ভাবনা এবং অনুভুতির অবিন্যস্ত টুকিটাকি কালির আঁচড়ে প্রকাশের উদ্যোগ নিয়েছি মাত্র।