পাড়ি দিতে হবে প্রায় ৫০০০ কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশে রওনা করা হজ যাত্রীরা। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প।
হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে ৯টি ফ্লাইটের মধ্যে শুক্রবার (১০ মে) দুপুর পর্যন্ত পাঁচটি ফ্লাইটে ২ হাজারের বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন।
সরেজমিনে দেখা যায়, কাবা শরিফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজ যাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওয়ানা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো। তারা জানান এই দিনটির জন্য অপেক্ষার প্রহর গোণার গল্প।
তবে রয়েছে অল্প বিস্তর অভিযোগও। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালন থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে।
এদিকে সবশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো ৩২ হাজার ৬০০ জনের ভিসা ইস্যু হয়নি।
হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান জাননা, ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ বছর আরও অন্য সুযোগ সুবিধাও বেড়েছে।