দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট উইথ রেফারেন্স টু এপিএ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সহযোগিতায় বুধবার সকাল ১০টায় সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিকৃবির নৈতিকতা কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ফুয়াদ মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক খলিলুর রহমান ফয়সাল।