সিভাসুতে মানুষ ও প্রাণীদের জলাতঙ্ক রোগের টিকাদান

সিভাসু প্রতিনিধি |

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিনামূল্যে মানুষ ও প্রাণীদের জলাতঙ্ক রোগের টিকাদান এবং কুকুরের নিউটারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিভাসু ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার জলাতঙ্ক দিবসের ধারাবহিক কর্মসূচির আওতায় ক্যাম্পাসে বের করা হবে র‌্যালি। র‌্যালি শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। 

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসুর সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতীশ চন্দ্র দেবনাথ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান। সভায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. এ কে এম. হুমায়ুন কবির।     

প্রসঙ্গত, সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেল্থ ইনস্টিটিউট এবং প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম যৌথভাবে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এসব কর্মসূচি হাতে নেয়া হয়।


পাঠকের মন্তব্য দেখুন
কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045819282531738