দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরি দেয়ার কথা বলে প্রায় ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া আশিকুর রহমান (২৭) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার শহরের দক্ষিণ বালুবাড়ি বাস্তুহারা বসতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আশিকুর রহমান একই এলাকার দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. সিদ্দিকুল আলমের ছেলে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. জিন্নাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক কলেজছাত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরি দেয়ার কথা বলে প্রায় ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এসময় তার কাছ থেকে ৫ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে মানুষের সাথে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে আশিকুর বিরুদ্ধে। সে বিভিন্ন মাধ্যমে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নম্বর সংগ্রহ করে চাকরির অফার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। আটক আশিকুর রহমানকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।