নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুদক কর্মকর্তার দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এইউএম নাছির উদ্দীন এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
আদালত সূত্রে জানা যায়, মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগে মামলার রায়ের অনুলিপি এবং গত ১৩ জুন দুর্নীতি দমন কমিশন থেকে পাঠানো একটি চিঠিও আদালতে দাখিল করা হয়। এর প্রেক্ষিতে আদালতের বিচারক দুই মাসের জন্য সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি অ্যাডভোকেট আলী মর্তুজা কিবরিয়া বলেন, মামলায় অভিযুক্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ইউজিসি থেকে দুদকে অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পায় দুদক। কিন্তু ইতোমধ্যে অভিযুক্তরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করায় আদালতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।