ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মগড় ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনসাধারণে আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বরিশাল জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙনে মগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই মগড় ইউনিয়নের সুজাবাদে ঐতিহাসিক সুজাবাদের কেল্লা ছিলো যার কোন চিহ্ন এখন অবশিষ্ট নেই।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, সুগন্ধা নদীর ভাঙনে মানুষ নিঃস্ব হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে এর আকার আরো ভয়ংকর হবে। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। যার ফলে নদীর দুপাশ ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের উচিত এগুলো বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।