ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে জাহাজের গ্রিজার আব্দুস সালাম ওরফে হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার দুপুর সোয়া দুইটার দিকে বিস্ফোরিত জাহাজের ইঞ্জিনরুম থেকে হৃদয়ের পোড়া মরদেহটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শাফায়েত হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, হৃদয় হবিগঞ্জ জেলার মাদবপুর রমাজান মিয়ার ছেলে। তার মামা শফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। হৃদয় কয়েক বছর ধরে সাগর নন্দিনী-২ জাহাজে গ্রিজার পদে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় তিনি ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন। নিখোঁজ অন্যদের সন্ধানেও উদ্ধার তৎপরতা চলছে।
প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন।