আপিল ও হাইকোর্ট বিভাগের রায়, আদেশ বাংলায় দেখতে সার্চ ইঞ্জিন গুগলের অনুবাদ প্রযুক্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। ফলে আপলোডের পর সুপ্রিম কোর্টের যেকোনো রায় বা আদেশ বাংলায় দেখতে পারবেন বিচারপ্রার্থীসহ যে কেউ।
সোমবার বিকেলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ প্রযুক্তিসেবার উদ্বোধনের পর তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যুক্ত করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
এ প্রযুক্তিকে জনমুখী আখ্যা দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই প্রযুক্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজিতে দেওয়া যেকোনো রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ প্রযুক্তি বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের কাছে আদালতের রায় ও আদেশ সহজবোধ্য করে তুলবে। শুধু তা-ই নয়, এই অনুবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ও আইনি ব্যবস্থার মধ্যে ব্যবধান দূর করতেও ভূমিকা রাখবে।
জানতে চাইলে সাইফুর রহমান বলেন, ‘ভাষা আন্দোলনের মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখেই এ প্রযুক্তিটি উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ হয়েছে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার পরই তা উদ্বোধন করা হলো।’
কৃত্রিম বুদ্ধিমত্তার ‘আমার ভাষা’ নামের প্রযুক্তির মাধ্যমে ইংরেজিতে দেওয়া রায়-আদেশ বাংলায় অনুবাদ করে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত এ প্রযুক্তির মাধ্যমে আপিল বিভাগের সাতটি এবং হাইকোর্ট বিভাগের ২২টি রায় ও আদেশ বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।
অনুবাদ দেখার প্রক্রিয়া
সুপ্রিম কোর্টের এই http://www.supremecourt.gov.bd ওয়েবসাইটের ইংরেজি অথবা বাংলা সংস্করণে ঢুকলে ওয়েবপেজের ডান দিকে ওপরে ‘আপিল বিভাগ’ ও ‘হাইকোর্ট বিভাগ’ পাওয়া যাবে। এই দুই বিভাগের যেকোনো একটির ‘রায় ও আদেশ’-এ ক্লিক করলেই ওই বিভাগের রায় ও আদেশগুলো ওপেন হবে। সেসব রায় বা আদেশের প্রত্যেকটার নিচে আন্ডারমার্ক করে ‘অনুবাদ (গুগল)’ লেখা আছে। এটিতে ক্লিক করে রায় বা আদেশ ওপেন করার পর ওপরে ডান পাশে ভাষা বছাইয়ের অপশন আছে। সেখানে বাংলা ভাষা বাছাই করে দিলেই রায় বা আদেশটি অনূদিত হয়ে বাংলায় দেখাবে।