সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্য সেবা প্রদানে পাশে দাঁড়িয়েছে ভ্রাম্যমাণ বাস ভিত্তিক স্বাস্থ্য সার্ভিস ‘স্বাস্থ্য চাকা’। ইতোমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের কয়েকেটি জেলাতে দুস্থ চিকিৎসা বঞ্চিত মানুষদের স্বাস্থ্য সেবা দিয়েছে স্বাস্থ্য চাকা।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে পথ শিশু থেকে শুরু করে ছিন্নমূল পর্যায়ের মানুষেরে মাঝে স্বাস্থ্য সেবা দিয়েছে স্বাস্থ্য চাকা। আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন ও পথের স্কুলের যৌথ উদ্যোগে চালু হওয়া বাস ভিত্তিক স্বাস্থ্য বর্তমানে একটি বাসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে স্বাস্থ্য চাকার অন্যতম পৃষ্ঠপোষক ও পথের স্কুলের অ্যাডভাইজার অ্যান্ড সিনিয়র টিআর এক্সিকিউটিভ শাহীনা চৌধুরী বলেন, এক বছর হয়েছে আমরা এ উদ্যেগ গ্রহণ করেছি। আজকে আমারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে স্বাস্থ্য সেবা দিয়েছি। দুই ঘণ্টার মধ্যে ৭০ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। এর মধ্যে অনেকের মাঝে বিনামূল্যে ওষুধও দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আশানুরূপ সাড়া পেলে সারা দেশ ব্যাপী স্বাস্থ্য চাকা ছড়িয়ে দেয়ার ইচ্ছেও রয়েছে। আমরা সহানুভূতি নয় সমান অনুভূতি নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করতে চাই।
উল্লেখ্য, সুবিধা বঞ্চিতদের অসুস্থতার জন্য চিকিৎসা অথবা স্বাস্থ্য বিষয়ে পরামর্শের পাশাপাশি প্রাথমিক রোগ নির্ণয়, পরীক্ষা ও কাইন্সেলিং; প্রজনন স্বাস্থ্য পরামর্শ; মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা; মানসিক স্বাস্থ্যসেবা; শিশু ও নবজাতকের যত্ন; বয়স্ক ও দুস্থদের জন্য বিশেস সেবা; অক্সিজেন, নেবুলাইজার ও প্রাথমিক জুরুরি সেবা দিয়ে আসছে ‘স্বাস্থ্য চাকা’।