দৈনিক শিক্ষাডটকম, হবিগঞ্জ : সময়সূচি ভুলে গিয়ে এক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় বসতে পারেননি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এবারের এসএসসি পরীক্ষা শুরুর দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।
পরীক্ষার্থীর নাম ইয়াসিন আহমেদ রাফি। শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার সিট পড়েছে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
একাডেমির অধ্যক্ষ মো. নূরুল হক বলেন, দুপুরে কেন্দ্র থেকে খবর আসে, রাফি অনুপস্থিত। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে সময়সূচি ভূলে গিয়েছিল। সে ভেবেছিল পরীক্ষা বিকেলে।
শিক্ষকরা আগে থেকেই নিয়মাবলী জানিয়ে রুটিন সরবরাহ করেছেন জানিয়ে তিনি বলেন, সম্ভবত অমনোযোগী থাকার কারণে রাফির ক্ষেত্রে এমনটি হয়েছে।
কেন্দ্র সচিব আবিদুর রহমান জানান, আজ ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। ৮ নম্বর কক্ষের পরীক্ষার্থী ইয়াসিন আহমেদ রাফি বেলা ১২টা আট মিনিটে অর্থাৎ পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আট মিনিট পর কেন্দ্রে আসে। তখন কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই।
রাফির পরিবারের বরাত দিয়ে অধ্যক্ষ নুরুল হক জানান, তার অনুপস্থিতির কথা জানতে পেরে রাফির বাবার মোবাইল ফোন নম্বরে কল দিলেও সাড়া মেলেনি। ফলে তাকে কেন্দ্রে পাঠাতে অনেক সময় পেরিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা মিতা বলেন, ছেলেটি দেরিতে কেন্দ্রে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি। তার পক্ষ থেকে কারও গাফিলতির অভিযোগ পেলে তদন্ত করব।