সূর্যসেন হলে বেড-আসবাবপত্র সংকট সমাধানে ছাত্রদলের স্মারকলিপি

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

হলের বেড ও আসবাবপত্র সংকট সমাধানে হল প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৪ ডিসেম্বর) হলের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য হল প্রশাসনকে স্মারকলিপি দেন তারা। 

স্মারকলিপিতে নেতারা বলেন, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থীরা বর্তমানে চরম বেড সংকটে ভুগছে। এই সংকটের শিকড় বিগত ফ্যাসিবাদী সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অপব্যবহারের নীতি থেকে উদ্বুত। অতীতের কর্তৃত্ববাদী শাসন আমলে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে গণরুম ও কৃত্রিম বেড সংকট সৃষ্টি করা হয়েছিল।

  

‘গণরুম ব্যবস্থা বিলুপ্ত হলেও হলের শিক্ষার্থীরা বেড সংকট কাটিয়ে উঠতে পারেনি। বেডের অভাবে শিক্ষার্থীদের একটি বড় অংশ বাধ্য হয়ে ফ্লোরে ঘুমাচ্ছে, যা কেবল অসহনীয় নয় বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্লোরে ঘুমানোর কারণে প্রচণ্ড ঠাণ্ডায় শিক্ষার্থীরা সর্দি, জ্বর, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও পিঠের ব্যথার মতো গুরুতর সমস্যায় ভুগছে এবং সামনে আরো ভুগবে।’ 

‘ধুলা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ত্বকের সমস্যা এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে। ঠান্ডা মেঝেতে দীর্ঘ সময় শোয়ার ফলে মেরুদণ্ডের স্থায়ী ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। শীত মৌসুমে ফ্লোর এত ঠান্ডা হয়ে যায় যে, কোনো কম্বল বা শীতবস্ত্র দিয়েও তা মোকাবিলা করা সম্ভব নয়। প্রতিদিনের অস্বাস্থ্যকর ঘুমের পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে হতাশা, ক্লান্তি এবং একাডেমিক মনোযোগে মারাত্মক ঘাটতি সৃষ্টি করছে। উপরোক্ত পরিস্থিতিতে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত বেড ও আসবাবপত্র সরবরাহে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি জোরালো দাবি জানাচ্ছি এবং দ্রুত ও কার্যকর সমাধান প্রত্যাশা করছি।’

এ ব্যাপারে হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, ‘প্রশাসনই চালাবে হল’ আমরা জাতীয়তাবাদী শক্তি এই নীতিতে বিশ্বাসী, সেই লক্ষ্যেই হলের শিক্ষার্থীদের দুর্দশা, অসুবিধা ফিগার আউট করে আমাদের প্রশাসনের কাছে ছুটে যাওয়া। আমাদের রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে। অন্যায়, অনিয়ম, শোষণের বিরুদ্ধে ফ্যাসিবাদী যুগ থেকেই আমরা সংগ্রাম করে এসেছি। সামনের দিনগুলোতে আমরা এই ধরনের জনকল্যাণমুখী রাজনীতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে নেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, অর্থ সম্পাদক শিপন মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিউল আমীন গালিব।


পাঠকের মন্তব্য দেখুন
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ - dainik shiksha পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি - dainik shiksha ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা - dainik shiksha শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর - dainik shiksha বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত - dainik shiksha জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত please click here to view dainikshiksha website Execution time: 0.0030159950256348