আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে সেনা সদস্যদের জন্য এইচএসসি (নিশ-১) প্রোগ্রাম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে থাকা সমঝোতা স্মারকটি নবায়ন করা হয়েছে।
২০১৩ খ্রিষ্টাব্দ থেকে ১০ বছর মেয়াদি সমঝোতা স্মারকটি গত শনিবার বাউবির মূল ক্যাম্পাস গাজীপুরে সইয়ের মাধ্যম নবায়ন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষে সেনা সদরের শিক্ষা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. শফিকুল আলম সমঝোতা স্মারক নবায়নে সই করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আই্এসপিআর) জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এর ফলে শিক্ষা ক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার দ্বার আরও প্রসারিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে সেনাসদরের শিক্ষা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা), ডিন ওপেন স্কুল, সমন্বয়কারী, নিশ-১ প্রোগ্রাম বাউবি এবং সেনাসদর শিক্ষা পরিদফতরের বাউবি সমন্বয় সেলের প্রধান সমন্বয়কারী ও সমন্বয়কারীসহ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।