ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুকের সংক্রামকের কারণে গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃদু জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সোনিয়া গান্ধী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
এর আগে সোনিয়া গান্ধী চলতি বছর দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। ছাড়া পেয়েছিলেন ১৭ জানুয়ারি।
এর আগে একই হাসপাতালে গত ২ মার্চ জ্বর নিয়ে ভর্তি হন তিনি।