স্কাউটসের জাতীয় প্রতিভা অন্বেষণ পুরস্কার বিতরণী

ঢাবি প্রতিনিধি |

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টের পরিচালনায় ‘জাতীয় প্রতিভা অন্বেষণ - ২০২৩’ এর বিজয়ী কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট এ তিন শাখায় মোট দশটি বিষয়ে সর্বমোট ১২১ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে  সেরাদের বাছাই করা হয়েছে। তবে আমি মনে করি বাংলাদেশ স্কাউটের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকে প্রতিভাবান।  প্রতিভা না থাকলে, এই জাতীয় মহৎ কাজে নিয়োজিত থাকা যায় না। নিজের জেলাতে কবিতা, গান, নাচ, কেরাত, মূকাভিনয় এমন নানাবিধ কাজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এখানে এসেছে ; যা ভীষণভাবে আমাদের অনুপ্রাণিত করে।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দেশে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে অনেক ছেলে-মেয়ে আছে, যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। একসময় সেই অভাবের কারণে তাদের প্রতিভা অধরাই রয়ে যায়। আমাদের উচিত তাদের লাইম লাইটে আনা।  

এর আগে বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. ফসিউল্লাহ্ শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে জাতীয় অন্বেষণ প্রতিযোগিতা করে আসছে। জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে বিভিন্ন অঞ্চল পর্যায়ে অংশ নিতে হয়। অঞ্চল পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ে এসে ঢাকা এসে অংশগ্রহণ করেন। কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট এ তিন শাখায় মোট দশটি বিষয়ে ২০২২ খ্রিষ্টাব্দে তিন শাখার বিভিন্ন বিষয়ে জাতীয় পর্যায়ে ১০০ জন প্রতিযোগী এবং ২০২৩ খ্রিষ্টাব্দে জাতীয় পর্যায়ে ২২৯ জন প্রতিযোগী অংশ নেন। ২০২২ খ্রিষ্টাব্দের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১৯ জন প্রথম ২০ জন দ্বিতীয় ও ১৭ জন তৃতীয় স্থান এবং ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ২২ জন প্রথম, ২১ জন দ্বিতীয় ও ২২ জন তৃতীয় স্থান অর্জন করেন। কোভিড ১৯ মহামারীর কারণে ২০২২ খ্রিষ্টাব্দে পুরষ্কার বিতরণ করা যায়নি। এবার সর্বমোট ১২১ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।

 


পাঠকের মন্তব্য দেখুন
সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস - dainik shiksha সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড - dainik shiksha এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন - dainik shiksha এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত - dainik shiksha ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক - dainik shiksha ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব - dainik shiksha সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান - dainik shiksha মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো - dainik shiksha শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0053400993347168