"স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো" এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ স্কাউটস দিবস পালিত ২০২৩ পালিত হয়েছে।
শনিবার(৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠের রোভার স্কাউটস গ্রাউন্ডে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ সামন্ত পতাকা উত্তোলন'র মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।
সকাল ১০ টা ৪৫ মিনিটে পবিপ্রবি রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ'র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকাল ১১ টায় ক্যাম্পাস ক্লিনিং'র অংশ হিসেবে পবিপ্রবি'র কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পতাকা অবনমিত করার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, স্কাউটিং আন্দোলন গড়ে উঠে একজন মানুষকে দক্ষ, সুনাগরিক তৈরি করতে। একজন ছাত্রকে সামাজিক, মানসিক এবং শারীরিকভাবে সক্ষমতা অর্জন করে দেশসেবায় নিয়োজিত করে।স্কাউটিং'র মূল উদ্দেশ্য দেশসেবা, দুর্যোগকালীন সময়ে দেশসেবায় স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।