স্কুলমাঠে জলাবদ্ধতা : দুই বছর ধরে শিক্ষার্থীদের দুভোর্গ

বরগুনা প্রতিনিধি |

বরগুনার বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডের ১০৯নং পূর্ব বেতাগী আর্দশ সরকারি প্রাথমিক স্কুলটির মাঠটি ২ বছর ধরে জলাবদ্ধ হয়ে আছে। ফলে ওই স্কুলে ভর্তিতে আগ্রহ হারাচ্ছে শিশুরা। স্কুল মাঠে পানি জমে থাকায় খেলাধুলার সুযোগ বঞ্চিত হচ্ছে স্কুলটির শিশু শিক্ষার্থীরা। পাশাপাশি স্কুলে যেতে অনীহাও প্রকাশ করছে তারা।

জানা যায়, ১৯৯০ খ্রিষ্টাব্দে ৩৪ শতাংশ জমির ওপর স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ খ্রিষ্টাব্দে সরকারিকরণ করা হয়। বর্তমানে স্কুলটিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বেতাগী বাসস্ট্যান্ডের উত্তর পাশে বেতাগী-বাকেরগঞ্জ সড়কের উত্তরপাশে স্কুলটি অবস্থিত। গত ২ বছর ধরে স্কুল মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় গাছের পাতা ও ময়লা আর্বজনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। জন্ম নিচ্ছে অসংখ্য মশা। শিক্ষার্থীরা দিন দিন খেলাধুলার সুযোগ বঞ্চিত হচ্ছে।

এই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী মারিয়া আক্তার দৈনিক শিক্ষাডটকমকে জানায়, স্কুল মাঠে পানি জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারছি না। পানির কারণে আমাদের স্কুলে যেতে ইচ্ছে করে না।

স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার চক্রবর্তী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কুল মাঠে বালু দিয়ে ভরাট করার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে আবেদন করা হয়েছে একাধিকবার। কিন্তু ফল কিছুই হয়নি।
 
স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মমতাজ বেগম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মাঠ বরাদ্দের জন্য একাধিকবার শিক্ষা অফিসে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সাড়া মিলছে না।

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কুলটি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলের মাঠ ভরাটের বরাদ্দ নেই।
 
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি স্কুলের জলাবদ্ধতা সমন্ধে জানি না, তবে খোজ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করব।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032720565795898